;; ঈঁদ মুবারক ২০১৫ এ সবার জিবনে বয়ে আসুক অনাবিল সুখ ;;

কিভাবে ফেইসবুক id কে পেইজে convert করবেন

ভিজিটর টিউনে আপনাদের সবাইকে স্বাগতম।আশাকরি সবাই ভাল আছেন।আজকে দেখবেন কিভাবে ফেইসবুক আইডিকে পেইজে রূপান্তরিত করবেন।এটি করতে আপনাকে অবশ্যই ডেস্কটপ লাগবে।তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।ফেইসবুক আইডি থেকে পেইজ তৈরি যে বিষয় গুলি খেয়াল রাখতে হবে
: একবার পেইজে রুপান্তরিত করে ফেললে আর আইডিতে ফেরত আনতে পারবেন না। : আপনার আইডির সব ছবি অটোমেটিক পেইজে চলে যাবে।: আইডির নামই পেইজের নাম হবে।: আইডির লিংক হবে পেইজের লিংক।: আইডির ফ্রেন্ড সংখ্যা+ফলোয়ার সংখ্যা=লাইক সংখ্যা।কিভাবে পেইজে রুপান্তরিত করবেন: প্রথমে এখানে ক্লিক এ লিংকে চলে যান।তাহলে নিচের মত চিত্র দেখতে পাবেন।
এখানে আপনি যে টাইপের পেইজ তৈরি সেটি সিলেক্ট করুন।
যেমন আমি সিলেক্ট করেছি artist,band & public figure. তাহলে নিচের মত চিত্র দেখতে পাবেন।
এখান থেকে সাব ক্যাটাগরি সিলেক্ট করে get started এ ক্লিক করুন তাহলে পেইজ তৈরি হয়ে যাবে। তারপর আপনার পেইজ ডিজাইন করে ফেলুন।পোস্টটি ভাল লাগলে কমেন্ট,শেয়ার করতে ভুলবেন না। পোস্টটি পূর্বে Bd Tips Tech এ প্রকাশ পায়
মন্তব্য
0 মন্তব্য

0 Comment "কিভাবে ফেইসবুক id কে পেইজে convert করবেন"

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।